আবার কবে শাহরুখের সঙ্গে আসছেন বড় পর্দায় ?
বলিউডের মোস্ট রোম্যান্টিক জুটি কে ? এই প্রশ্নের উত্তরে তালিকার প্রথমদিকেই থাকবে শাহরুখ খান ও কাজলের নাম | দুজনে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন‚ যেমন বাজিগর‚ করণ অর্জুন‚ দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে‚ কুছ কুছ হোতা হ্যায়‚ কভি খুশি কভি গম‚ মাই নেম ইজ খান | ওঁদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি দিলওয়ালে মুক্তি পায় ২০১৫ সালে | ফের একবার ওঁদের অনস্ক্রিন ম্যাজিক দেখার জন্য সবাই অধীর অগ্রহে অপেক্ষা করছে | সম্প্রতি একটা জনপ্রিয় দৈনিকের সঙ্গে কথা বলতে গিয়ে কাজলের কাছে জানতে চাওয়া হয় ওঁকে আবার কবে শাহরুখের সঙ্গে রূপোলি পর্দায় দেখা যাবে | উত্তরে উনি জানান ওঁরা ছ‘-সাত বছর পর পর একসঙ্গে কাজ করেন | গত ২৫ বছর ধরে এমনটাই করে এসেছেন | তাই এখনও আরও তিন-চার বছর অপেক্ষা করতে হবে ভক্তদের |
ওঁদের অন্য ছবির মত দিলওয়ালে কিন্তু সেইভাবে ছাপ ফেলতে পারেনি দর্শকের মনে | কিন্তু তাই নিয়ে কাজলের কোনও দুঃখ নেই | উনি জানিয়েছেন এই ছবির অংশ হতে পেরে উনি গর্বিত |
No comments