মহেন্দ্র কপূরের জন্য নিজের হাতে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিলেন অভিনেতা রাজ কপূর,সেই আশ্চর্য কাহিনি কি জানেন?
এক সময়ের জনপ্রিয় গায়ক মহেন্দ্র কাপূরের একটি পুরনো সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে | সেই সাক্ষাৎকার থেকে জানা যাচ্ছে একবার রাজ কাপূর‚ মহেন্দ্র কাপূরের জন্য সিগারেট দিয়ে নিজের হাত পুড়িয়েছিলেন এবং তাঁকে
একটি প্রতিজ্ঞা করেছিলেন | তখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতো মুম্বইয়ের সনমুখানন্দ হলে | সেখানে একবার মহেন্দ্র ‘ইয়াদগার‘ ছবির একটা গান ‘একতারা‘ গেয়েছিলেন
| ওই গানটি রাজনৈতিক বিদ্রুপে ভরা ছিল | ওই গানটা রাজ কপূরের
এতটাই ভালো লাগে যে উনি নিজের জায়গা থেকে উঠে চিৎকার করে মহেন্দ্রকে অনুরোধ
করতে লাগলেন গানটা আরো একবার গাওয়ার জন্য | মহেন্দ্র তার অনুরোধ রাখেন |
সেই থেকেই রাজ কাপূরের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় মহেন্দ্র কাপূরের | সেই ঘটনার
কিছুদিন পরে মহেন্দ্র রাজ কাপুরের সঙ্গে রাশিয়ায় যান একটা শো করতে | সেখানে
রাজ কাপূর নিজে গান গেয়েছিলেন এবং মহেন্দ্র হারমোনিয়াম বাজিয়েছিলেন |
রাশিয়াতে রাজ কাপুরের তুমুল জনপ্রিয়তা ছিল | মহেন্দ্রের গান ‘নীলে গাগন কে তলে‘ সেখানে
খুবই জনপ্রিয় হয় | মহেন্দ্র কাপূর আগে থেকেই তা জানতে পেরেছিলেন তাই সেই
গানটা উনি রাশিয়ান ভাষায় অনুবাদ করে শিখে গিয়েছিলেন এবং রাজ কাপূরের পর
উনি তা গান | রাশিয়ান ভাষায় সেই গানে শুনে সেখানকার মানুষেরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং আনন্দে হাততালি দিতে থাকেন | রাজ কাপূর ব্যাক স্টেজে ছিলেন | উনি
বাইরে হই হুল্লোড় শুনে বেশ অবাক হন এবং প্রশ্ন করেন ‘ কার জন্য লোকেরা অত চিয়ার করছে? এ তো দেখছি আমার থেকেও জনপ্রিয় এখানে ‘ | পরে মহেন্দ্রকে স্টেজে দেখে উনি বলে ওঠেন ‘ একজন কাপূরই অন্য কাপূরকে মাত করতে পারে | রাজ কাপূর মহেন্দ্রর প্রতি যারপরনাই খুশি ছিলেন | রাশিয়া থেকে ফেরার পথে উনি মহেন্দ্রকে বলেন ‘ মহেন্দ্র আমি তোমাকে আমার ওপর পিকচারাইজড গান দিতে পারবো না কারণ সেগুলো মুকেশ গায়‚ তুমি তা জানো নিশ্চয়ই | উত্তরে মহেন্দ্র বলেন ‘ হ্যাঁ‚ জানি‚ আমি আপনার জন্য গান গাইতেও চাই না কারণ মুকেশ আমার বন্ধু | ‘
রাজ সাহেব এতে বলে ওঠেন ‘ কিন্তু আমার বেশিরভাগ ছবিতেই দ্বিতীয় হিরো থাকে | তুমি তাদের জন্য গান গাইতে পারো | আমি তোমাকেই নেবো এবার থেকে এতে মহেন্দ্র মজা করে বলে ওঠেন ‘ কিন্তু পাজি আপনি এত বড় ব্যক্তি এবং এত ব্যস্ত থাকেন যে এই কথা ভারতে পৌঁছনো মাত্র ভুলে যাবেন | উত্তরে রাজ কপূর বলেন ‘ মহেন্দ্র তুমি আমার সম্পর্কে এমনটা ভাবো বুঝি?‘এরপর উনি যে সিগারেটটা খাচ্ছিলেন তা নিয়ে হাতের এক জায়গায় ছ্যাকা দেন এবং বলে ওঠেন ‘ এই দাগ আমাকে মনে করিয়ে দেবে তোমার কথা এবং তোমাকে যে প্রতিজ্ঞা করেছি তার কথা | এরপর উনি ফিরে এসে মহেন্দ্র কপূরকে দিয়ে সঙ্গম ছবির দুটো গান‚ ‘হর দিল জো প্যায়ার করেগা‘ এবং ‘উয়ো গানা গায়েগা‘ গাইয়েছিলেন |
No comments