Header Ads

একটি অসমাপ্ত ভালোবাসার গল্প



একটা ছেলে ছিল। ছোট বেলা থেকেই খুব নিঃসংগ একাকিত্তের মাঝেই তার বেড়ে উঠা। খুব বেশি বন্ধু বান্ধবও ছিলনা তার। একদিন সে সব ছেড়ে চলে যায় অনেক দূরে। নতুন করে জীবন শুরু হয় তার। আবারো নতুন করে যুদ্ধ শুরু করে সে কিন্তু সে তখনও জানতো না কি হতে চলেছে তার সাথে। এমনি চলতে থাকে তার জীবন। শীতের কোনো এক সময়ে সে তার পরিবারের সাথে ঘুরতে যায় গ্রামের বাড়ীতে। সেখানে একটি মেয়ের সাথে দেখা হয় তার। কথা হয় আর ধীরে ধীরে বন্ধুত্ত্ব হয়ে যায় তাদের। ছেলেটি নতুন করে বাচতে শিখে।নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে মেয়েটিকে নিয়ে। একদিন মেয়েটি জানায় যে সে ছেলেটিকে ভালোবাসে কিন্তু ছেলেটি জানায় তার পক্ষে ভালোবাসা সম্ভব না। কিন্তু ভালোবাসা কি আর বাধা মানে? নিজের অজান্তেই কখন যেন মেয়েটিকে ভালোবেসে ফেলে ছেলেটি। এভাবেই চলতে থাকে তাদের সম্পর্ক। হাসি-কান্না, রাগ আর অভিমান নিয়ে চলতে থাকে সম্পর্ক। সব সম্পর্কের মতই তাদের সম্পর্কের কথাও একদিন জানা জানি হয়ে যায় দুই পরিবারের মাঝে আর শুরু হয় বাধা বিপত্তির, কেননা কোনো পরিবারই তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। তাও তারা দুজন দুজনকে ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করছিলো। কিন্তু যতই সময় যায় তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।

একদিন সব কিছু শেষ হয়ে যায় । মেয়েটি জানায় সে আর ছেলেটিকে ভালোবাসে না, তাকে চায় না। মেয়েটি অন্য কাউকে ভালোবাসে। তারপর আর মেয়েটি ছেলেটির সাথে যোগাযোগ করে না। ছেলেটি বিশ্বাস করতে পারে না যে মেয়েটি তাকে এত সহজে ভুলে গেলো কি করে।
আজ ২ বছর তারা কেউ কারো মুখ দেখেনি। মেয়েটি তার নতুন জীবনটি খুব সুন্দর আর ভালোভাবেই গুছিয়ে নিয়েছে কিন্তু ছেলেটির কি হলো? জীবন যুদ্ধে বাস্তবতা আর নিজের হারানো ভালোবাসার সাথে লড়াই করতে করতে আজ সে বড়ই ক্লান্ত। তার জীবনে আর কিছুই চাওয়া পাওয়ার নেই।কারণ তার স্বপ্ন আর চাওয়া-পাওয়া তো ছিলো মেয়েটীকে ঘীরে। আজো সে মেয়েটিকে পাগলের মত ভালোবাসে। সে জানে তার ভালোবাসা আর কখনই ফিরবে না সে এখন অন্য কারো। তবুও তার মন যেন শুধু মেয়েটির ভালোবাসার পিয়াসী। ছেলেটি আজ তার কষ্ট আর ভালোবাসার মাঝে পিষে যাচ্ছে আর অপেক্ষায় আছে তার মুক্তির। এই ঘটনার শেষটা আমার জানা নেই কারন শেষটা এখনও যে আসেনি।
এই ছোট গল্পটা যতটা ছোট করে আপনাদের বললাম ততটাও ছোট নেই। অনেক কিছুই না বলা রয়ে গেলো কারন সব কিছু লেখার ভাষা আমার জানা নেই। এটি কোনো এক পাগল ছেলের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। জানিনা আজ সেই পাগলটা কোথায় আছে কি করছে? যদি জানতে পারি তবে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত থাক না গল্পটা অসমাপ্ত।।

No comments

Theme images by imagedepotpro. Powered by Blogger.